নীলফামারীর ডিমলায় অগ্নিকাণ্ডে বসতবাড়ি ভস্মীভূত

সুজন মহিনুল।।নীলফামারীর ডিমলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে বসত বাড়ী ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত পরিবারটি।মঙ্গলবার(১৪ মে) সকাল প্রায় ১১ টার সময় উপজেলার সদর ইউনিয়নের সরদারহাট গ্রামে মৃত, মতিউর রহমানের পুত্র ওবায়দুল ইসলামের বাড়ীতে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।এলাকাবাসীরা সুত্রে জানা যায়, বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুন লেগে আগুনের লেলিহান শিখা মূহূর্তেই আশপাশের বসত ঘরে ছড়িয়ে ১০টি ঘরে থাকা আসবাবপত্র-,ভুট্টা,দরজা-জানালা,খাট,নগদ অর্থসহ ঘরে থাকা অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়।খবর পেয়ে ডিমলা ফায়ার সার্ভিস সহ এলাকাবাসী প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ডিমলা ফায়ার সার্ভিসের সাব অফিসার মোজাম্মেল হক ও লিডার নুর মোহাম্মদ বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই চারদিকে আগুন ছড়িয়ে পড়ে পুড়ে যায়।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারনে আগুনের সূত্রপাত ঘটেছে।ক্ষতিগ্রস্ত বাড়িটি পরিদর্শন করে এক বস্তা চাল ও নগদ অর্থ প্রদান করেছেন ডিমলা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ এইচ এম ফিরোজ সরকার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights