নেতানিয়াহুর দৃষ্টিভঙ্গি ভুল: বাইডেন

অনলাইন ডেস্ক

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার যুদ্ধ নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দৃষ্টিভঙ্গিকে ভুল বললেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

মঙ্গলবার প্রকাশিত মার্কিন-স্প্যানিশ ভাষার টিভি নেটওয়ার্ক ইউনিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে বাইডেন এ কথা বলেন।

তিনি, “আমি মনে করি, তিনি (নেতানিয়াহু) যা করছেন, তা ভুল। আমি তার দৃষ্টিভঙ্গির সঙ্গে একমত নই।”
সাক্ষাৎকারে বাইডেন বলেন, ‘“আমি ইসরায়েলকে যুদ্ধবিরতি দেওয়ার আহ্বান জানাই। এই যুদ্ধবিরতির অধীন আগামী ছয় বা আট সপ্তাহে খাদ্য ও ওষুধ ঢোকার অনুমতি পাবে।”

বাইডেন এর আগেও গাজায় ইসরায়েলের বোমা হামলা নির্বিচার বলে সমালোচনা করেছেন।

হোয়াইট হাউস গত সপ্তাহে এক বিবৃতিতে বলেছে, নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে বাইডেন ইসরায়েলকে সহায়তা দেওয়ার ক্ষেত্রে শর্তজুড়ে দেন। ত্রাণকর্মী ও বেসামরিক নাগরিকদের সুরক্ষিত রাখতে সুনির্দিষ্ট পদক্ষেপ ইসরায়েলকে জানাতে বলেন বাইডেন। ত্রাণ সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের সাত কর্মী ইসরায়েলি বিমান হামলায় নিহত হওয়ার পর এমন কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট।

গাজায় ইসরায়েলের সামরিক অভিযান নিয়ে বিশ্বজুড়েই নিন্দার ঝড় উঠেছে। বাইডেনও নিজে দেশে সমালোচনার সম্মুখীন হচ্ছেন। যুদ্ধবিরোধী কর্মী, মুসলিম ও আরব দেশগুলো গাজায় স্থায়ী যুদ্ধবিরতির দাবি জানিয়েছে। সূত্র: রয়টার্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights