নেত্রকোনায় ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
নেত্রকোনা প্রতিনিধি
বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি নিয়েছে জেলা ছাত্রলীগ। জেলা শহরের মোক্তারপাড়া পুরাতন কালেক্টরেট প্রাঙ্গণে বুধবার দুপুরে জেলার বিভিন্ন ইউনিটের নেতৃত্বে খণ্ড খণ্ড মিছিল নিয়ে মাঠে প্রবেশ করে নেতা-কর্মীরা। জেলা শহর ছাড়াও বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে হাজারো নেতাকর্মী মিছিল নিয়ে শহরে প্রবেশ করে।
দুপুরে দিনব্যাপী পুনর্মিলন ও আলোচনা সভার উদ্বোধন করা হয়। দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন শেষে সকলের অংশগ্রহনে শহরে মিছিল বের হয়। জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল আওয়াল শাওন ও সাধারণ সম্পাদক সোবায়েল আহমেদ খানের নেতৃত্বে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সভাস্থলে এসে মিলিত হয়।
ছাত্রলীগের সভাপতি রবিউল আওয়াল শাওনের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক সোবায়েল আহমেদ খানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুর রহমান ভিপি লিটন, সাবেক যুগ্ম সম্পাদক সদর পৌরসভার মেয়র নজরুল ইসলাম খানসহ যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামী লীগের বিভিন্ন শাখার নেতৃবৃন্দ।