পদ্মা সেতুর পাশে হবে আন্তর্জাতিক মানের বঙ্গবন্ধু স্ট্যাচু: মুক্তিযুদ্ধ মন্ত্রী

মাদারীপুর প্রতিনিধি

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘পদ্মা সেতুর পাশে মাদারীপুরের শিবচরের কাঠালাবাড়িতে (পুরাতন ফেরিঘাট সংলগ্ন এলাকায়) নির্মিত হবে আন্তর্জাতিক মানের বঙ্গবন্ধু স্ট্যাচু। এখানে মিউজিয়ামসহ বিভিন্ন ধরনের আন্তর্জাতিক মানের সুযোগ সুবিধা থাকবে।’

আজ শনিবার প্রকল্প স্থান পরিদর্শনে এসে মন্ত্রী এসব কথা বলেন। এসময় জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, সংরক্ষিত সংসদ সদস্য বেগম নাহিদ ইজাহার খান, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সচিব ইশরাত চৌধুরী।

মন্ত্রী বলেন, ‘জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে অনেক আগেই স্ট্যাচু নির্মাণ করা উচিৎ ছিল। বিলম্ব হওয়ায় আমি দুঃখ প্রকাশ করছি। বিলম্ব হলেও যে উদ্যোগটা নিয়েছি এতে বঙ্গবন্ধুর প্রতি জাতির যে দায় তা কিছুটা হলেও লাঘব হবে। আন্তর্জাতিক মানের স্ট্যাচু করা হবে যাতে দেশি-বিদেশী পর্যটকরা এখানে আসেন। বাংলাদেশের সব এলাকার মানুষ ভবিষ্যত প্রজন্ম এসে বঙ্গবন্ধুর স্ট্যাচু দেখবে। পৃথিবীর বিভিন্ন দেশে আমেরিকা, ভারত স্ট্যাচু আছে। আমরা আকর্ষণীয়ভাবে এটা করবো। এখানে একটি আন্তর্জাতিক মানের কনভেনশন সেন্টারও এখানে অনুমোদিত হয়েছে। এতে এখানে বিভিন্ন সুযোগ সুবিধা নিশ্চিত হবে।’
স্ট্যাচু করার কারণ হিসেবে মন্ত্রী বলেন, ‘পদ্মা সেতু বাঙ্গালী জাতির গর্বের বিষয়। পদ্মা সেতুর পাশেই যদি স্ট্যাচুটা করি তাহলে দুটি বিষয় সামঞ্জস্য হবে। দেশি-বিদেশি পর্যটকরা দেখতে আসবে। এর ফলে একসাথে অনেকগুলো কাজ করতে পারবে। সেতু দেখতে পাবে, স্ট্যাচু দেখতে পাবে সাথে কনভেনশন সেন্টারও দেখতে পাবে। এর ফলে একটি আকর্ষণীয় ব্যাপার হবে পদ্মার পাড়ে।’

চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেন, ‘পদ্মা সেতুর পাশে বঙ্গবন্ধু স্ট্যাচু হলে দেশ বিদেশ থেকে মানুষ এখানে আসবে। বঙ্গবন্ধুর স্ট্যাচু ও পদ্মা সেতু একসাথে ভীষন একটা আবেগ এখানে কাজ করবে। সুন্দর মনোরম একটা জায়গা মাননীয় মন্ত্রী পছন্দ করেছেন। এজন্য সকলকে আমরা ধন্যবাদ জানাই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights