পবিপ্রবির নতুন রেজিস্ট্রার প্রফেসর ড. মামুন অর রশিদ

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) নতুন রেজিস্ট্রারের দায়িত্বগ্রহণ করেছেন এএনএসভিএম অনুষদের বেসিক সায়েন্স বিভাগের সিনিয়র প্রফেসর ড. মামুন অর রশিদ।

সোমবার (২৮ অক্টোবর) বর্তমান রেজিস্ট্রার প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।
দায়িত্ব পেয়ে রেজিস্ট্রার প্রফেসর ড. মামুন অর রশিদ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সকল স্থাবর-অস্থাবর সম্পত্তি রেজিস্ট্রারের তত্ত্বাবধানে থাকে, আশা রাখি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সকলেই এ দায়িত্বপালনে আমাকে সহযোগিতা করবেন।’
প্রফেসর ড. মামুন অর রশিদ ১৯৯৫ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি বিভাগ থেকে বিএসসি (অনার্স) এবং ১৯৯৯ সালে কৃষি অর্থনীতির উপরে এমএস ডিগ্রি অর্জন করেন।
এছাড়াও তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ২০১২ সালে ‘বাংলাদেশে প্রাণিসম্পদ উৎপাদন এবং ব্যবহারের ধরণ’ এর ওপর পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights