পাকিস্তানে খেলতে যাচ্ছেন জাহানারা
অনলাইন ডেস্ক
পাকিস্তানে খেলার সুযোগ পেয়েছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের পেসার জাহানারা আলম। সেখানে নারী দিবস উপলক্ষে আয়োজিত উইমেন্স লিগ এক্সিবিশনের ম্যাচ খেলতে যাবেন তিনি।
শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক বিবৃতি দিয়ে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন জাহানারা। সেখানে জাহানারা সুপার উইমেন দলে খেলবেন। যার নেতৃত্ব দেবেন পাকিস্তান জাতীয় দলের ক্রিকেটার নিদা দার।
জানা গেছে, চলতি বছরের সেপ্টেম্বরে মেয়েদের টি-টোয়েন্টি লিগ চালু করতে চায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এর প্রস্তুতি হিসেবে চলমান পিএসএলের মধ্যে তিনটি প্রদর্শনী ম্যাচের আয়োজন করছে তারা।
প্রদর্শনী ম্যাচের জন্য এই দুটি দল গঠন করা হয়েছে। দলগুলোর নাম অ্যামাজন ও সুপার উইমেন। দু’দলে ৭টি দেশের ১০ জন বিদেশিকে রাখা হয়েছে। এক ম্যাচে সর্বোচ্চ তিনজন বিদেশি খেলাতে পারবে দলগুলো।