পানিতে ডুবে কিশোরীর মৃত্যু
হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের আজমিরীগঞ্জে পানিতে ডুবে হেনা আক্তার (১৫) নামে এক মানসিক ও বাকপ্রতিবন্ধী কিশোরীর মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলার শিবপাশা ইউনিয়নের ১নং ওয়ার্ডের শান্তিপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত হেনা আক্তার ওই গ্রামের আফসর মিয়ার কন্যা।
স্থানীয়রা জানান, হেনা আক্তার জন্মের পর থেকেই মানসিক ও বাক প্রতিবন্ধী ছিল। মঙ্গলবার সন্ধ্যার পর হেনাকে ঘরে না পেয়ে খোঁজাখুজি শুরু করে পরিবারের লোকজন। রাতভর সম্ভাব্য সকল স্থানে খোজাখুজি করেও তাকে পাওয়া যায়নি। সকালে বাড়ির পিছনে একটি ডোবাতে হেনার মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌছে হেনার মরদেহ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে শিবপাশা পুলিশ ফাঁড়ির পরিদর্শক আলমগীর কবির বলেন, খবর পেয়ে আমরা মরদেহ উদ্ধার করি। পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে আইন অনুযায়ী হস্তান্তর করা হয়েছে।