পাবনার ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় একে একে চলে গেল তিন বন্ধু

পাবনা প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীতে জীবদ্দশায় তিন বন্ধুর বন্ধুত্ব ছিল। সড়ক দুর্ঘটনায় তিন বন্ধুর মৃত্যু হয়েছে। তাদের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।

গত সোমবার সকালে দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যায় মিতুল হোসেন (১৫)। পরদিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সিয়াম সরদার (১৫)। এরপর বুধবার দিবাগত রাত ২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বিশালেরও মৃত্যু হয়।

ঈশ্বরদী সরকারি ভোকেশনাল টেক্সটাইল ইনস্টিটিউটের সুপারেন্টেন্ডরফিকুল ইসলাম বলেন, নিহত তিন ছাত্র আমার প্রতিষ্ঠানের দশম শ্রেণির শিক্ষাথী ছিল। তারা তিনজন খুবই ভালো বন্ধু ছিল, একই সাথে চলা-ফেরা থেকে শুরু তারা তিনজন এক সাথে সবকিছু করতো। এভাবে এক সাথে চলে যাবে আমরা ভাবতেই পারছি না।
নিহত বিশাল হোসেন উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের খয়েরবাড়ি গ্রামের বাচ্চু হোসেনের ছেলে, সিয়াম হোসেন উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের নওদাপাড়া গ্রামের শিহাব সরদারের ছেলে এবং মিতুল উপজেলার আথাইল শিমুল গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অরবিন্দ সরকার বলেন, গত সোমবার সকাল সাড়ে ৯টার দিকে তিন বন্ধু মোটরসাইকেলে ঈশ্বরদী সরকারি ভোকেশনাল ইনস্টিটিউটে ১০ম শ্রেণির নির্বাচনী পরীক্ষা দিতে যাচ্ছিল। পথিমধ্যে ঈশ্বরদী-পাবনা মহাসড়কের বহরপুরে একটি করিমন তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মিতুল হোসেন ঘটনাস্থলে মারা যায়। সিয়াম সরদার ও বিশাল হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন সোমবার রাত ১২টার দিকে সিয়াম সরদার মারা যায় এবং মঙ্গলবার রাত ২ টার দিকে বিশালও মারা যায়।

দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বকুল সরদার বলেন, একে একে তিন স্কুল বন্ধুর মৃত্যু খুবই মর্মান্তিক। আমরা পুরো এলাকাবাসী বিষয়টি নিয়ে নির্বাক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights