পুঁজিবাজারের গত ১৫ বছরের জালিয়াতির খতিয়ান প্রকাশ করার দাবি ডিবিএ প্রেসিডেন্টের

অনলাইন ডেস্ক

পুঁজিবাজারে ব্রোকারদের সংগঠন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) প্রেসিডেন্ট সাইফুল ইসলাম বলেছেন, গত ১৫ বছরে পুঁজিবাজারে কী পরিমাণ জালিয়াতি হয়েছে এটার একটা খতিয়ান প্রকাশ করা দরকার।

আজ বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেল পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি ও করণীয়বিষয়ক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সাইফুল ইসলাম বলেন, গত ১৫ বছরে অনেক সেক্টরে জালিয়াতি হয়েছে এসব নিয়ে সবাই বলছে। তবে গত ১৫ বছরে পুঁজিবাজারে কী পরিমাণ জালিয়াতি হয়েছে, এ ব্যাপারে কেউ কোনো কথা বলছে না, আমরা বিচার না জানতে চাই। এটা আমাদের জানার অধিকার আছে। পুঁজিবাজারে কী কী অনিয়ম হয়েছে এটার একটা খতিয়ান দরকার আছে। আমরা জানতে চাই, এটা থাকলে সবাই অনিয়মের ব্যাপারে সতর্ক থাকবে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, বাজেটের আগে ট্যাক্স অথরিটি আমাদের সঙ্গে বসবেন। আলোচনার মাধ্যমে আমরা ট্যাক্স সুবিধা পাবো বলে তিনি আশা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights