প্রথম সিনেমা মুক্তির পরই অভিনয় ছাড়তে চেয়েছিলেন হৃত্বিক

বহু পরিকল্পনা করে কাহো না পেয়ার হ্যায় সিনেমার মাধ্যমে ছেলে হৃত্বিক রোশনকে লঞ্চ করেছিলেন রাকেশ রোশন। বলিউড টাউন পেয়েছিল এক নতুন স্টারকে। হৃত্বিক রোশন, বর্তমানে যিনি সিনে দুনিয়ার মেগাস্টার। তাকে নিয়ে একটা সময় রীতিমতো চিন্তায় ঘুম উড়ে গিয়েছিল রাকেশ রোশনের। ভয়ে ভয়ে নিজেকে গুটিয়ে রাখতেন তিনি। কথা বলতেন না কারো সঙ্গে, বাড়ির কোণে দরজা বন্ধ করে থাকতে হত তাকে। কারণ কী জানেন! হৃত্বিক রোশন তখন সবে মাত্র প্রথম সিনেমায় কাজ করেছেন। সিনেমায় ভালো অভিনয়ের কারণে সবাই প্রশংসায় পঞ্চমুখ।

সবাই শুভেচ্ছা জানাচ্ছেন রাকেশ রোশনকে। আর অন্যদিকে মেয়েদের প্রেমের প্রস্তাবে দাপট। তবে হৃত্বিক তখন লাইম লাইটে। ঝড়ের গতিতে একের পর এক খবর ছড়িয়ে পড়ছে নতুন অভিনেতাকে কেন্দ্র করে। তবে হৃত্বিক এসব বিষয় বিন্দু মাত্র কান দিতে নারাজ। তিনি উল্টে বাবাকে বলে বসলেন তিনি অভিনয় করবেন না। তিনি এসব নিতে পারছেন না। বলিউড থেকে সরে দাঁড়াতে চান তিনি। কারণ হলো একটাই, তার পক্ষে এই এত মানুষের আশা ভরসা বজায় রাখা সম্ভবপর হবে না।

সাফল্যকে ভয় পেয়ে গিয়েছিলেন তিনি। হৃত্বিকের কথায়, সবার মুখ রক্ষা করাটা বড় দায়িত্বের মধ্যে পড়ে। সেই ক্ষেত্রে তিনি ব্যর্থ হবেন। পারবেন না বাবার মুখ রাখতে। একদিন যদি লাইমলাইট চলে যায়, তিনি যদি নিজের ভালো কাজ বজায় রাখতে না পারেন, তবে তখন এত মানুষের আশা, তার বাবার আশা সবটা নষ্ট হয়ে যাবে রাতারাতি। টানা পাঁচদিন ভয়ে কেঁদে ছিলেন হৃত্বিক রোশন। ঘরের দরজা বন্ধ করেই বসে থাকতেন। বাবাকে বোঝানোর চেষ্টা করেছিলেন, তার মানসিক সমস্যা, স্থির করেছিলেন অভিনেতা তিনি হবেন না।

কিন্তু শেষ রক্ষা হয়নি। রাকেশ রোশন শক্ত হাতে তাকে তখন সামনে এনেছিলেন, চালিয়ে গিয়েছিলেন বিশ্বাসের লড়াই তিনি পারবেন। আর আজ সেই সুপারস্টারই বলিউডের অন্যতম সেলেব্রিটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights