প্রশ্নবিদ্ধ আইনে নারীর নিরাপত্তা নিশ্চিত হবে না
নিজস্ব প্রতিবেদক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মহাসচিব সামান্তা শারমিন বলেছেন, নাগরিক অধিকারের সঙ্গে নারীর যে অধিকার তা নিশ্চিত করে আইনগতভাবে প্রতিষ্ঠিত করতে হবে। কোনো প্রশ্নবিদ্ধ আইন দিয়ে নারীর নিরাপত্তা নিশ্চিত করা যাবে না। গতকাল বিকালে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এক বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে এবং সাম্প্রতিক সময়ে দেশজুড়ে নারীর প্রতি সংঘটিত ধারাবাহিক সহিংসতা, নিপীড়ন ও সাইবার হয়রানির প্রতিবাদে দলের পক্ষ থেকে এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে আরও বক্তব্য রাখেন- এনসিপির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম, মনিরা শারমিন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার চৌধুরী নিভা, যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন প্রমুখ। সামান্তা শারমিন বলেন, নারীর প্রতি সহিংসতা যেভাবে বাড়ছে সেটা অভ্যুত্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। নারীর নিরাপত্তার সঙ্গে নাগরিক নিরাপত্তাও জড়িত। আমাদের দেশে সেই নিরাপত্তা হুমকির সম্মুখীন। নাগরিক হিসেবে যে অধিকার পাওয়ার কথা সে অধিকার নিশ্চিতে ৫৩ বছরে কোনো কাজ করা হয়নি। আমাদের দেশকে বিশ্বের কাছে আধুনিক রাষ্ট্র হিসেবে পরিচিত করিয়ে দেওয়া হলেও উন্নত রাষ্ট্রে নাগরিকদের যে অধিকার তা পাইয়ে দেওয়ার চেষ্টা করা হয়নি। বরং এই অধিকার কীভাবে দমন করা যায় তা সব কাঠামো ও প্রতিষ্ঠানের মধ্য দিয়ে করা হয়েছে।