প্রেমিকের সঙ্গেই বিয়ের পিঁড়িতে বসছেন ঋতাভরী

অনলাইন ডেস্ক
গুঞ্জনই সত্যি হতে যাচ্ছে, বলিউডের সংলাপ লেখক সুমিত অরোরাকেই বিয়ে করতে যাচ্ছেন ওপার বাংলার অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। প্রেমের সত্যতা আগেই স্বীকার করে নিয়েছিলেন, এবার প্রেমিক সুমিতের সঙ্গেই গাঁটছড়া বাঁধতে চলেছেন অভিনেত্রী। কিন্তু কবে? ভারতীয় গণমাধ্যম অনুসারে, চলতি বছরে ডিসেম্বরে থাইল্যান্ডে ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে ‘ডেস্টিনেশন ওয়েডিং’-এর পরিকল্পনা অভিনেত্রীর।

জানা গেছে, বাঙালি ও পাঞ্জাবি রীতি অনুসারে বিয়ে করবেন অভিনেত্রী। বিয়ের অনুষ্ঠান হবে ঘরোয়াভাবে। তবে প্রীতিভোজ জাঁকজমকপূর্ণভাবেই আয়োজন করার পরিকল্পনা রয়েছে। বিশেষ দিন বেছেই সবাইকে বিয়ের অনুষ্ঠানে শামিল করতে চান অভিনেত্রী। তবে এখনও নিজে থেকে কোনো ঘোষণা দেননি অভিনেত্রী।

সুমিত অরোরা শাহরুখ খানের ‘জওয়ান’, ‘স্ত্রী’, ‘চন্দু চ্যাম্পিয়ান’-এর মতো হিট সিনেমার সংলাপ লেখক। এ ছাড়াও সোনাক্ষী সিনহা অভিনীত ‘দাহাড়’ ও মনোজ বাজপেয়ী অভিনীত ‘দ্য ফ্যামিলি ম্যান’ সিরিজের সংলাপও লিখেছেন তিনি। ২০২৩ সাল থেকে এই লেখকের সঙ্গে অভিনেত্রীর ঘনিষ্ঠতা। প্রায়শই সুমিতের সঙ্গে আদুরে ছবিও শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। এবার প্রেম থেকে প্রণয়ের পালা। সেই অপেক্ষায় অনুরাগীরাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights