প্লে-অফের দৌড়ে টিকে রইল মুম্বাই

অনলাইন ডেস্ক

আইপিএল প্লে-অফের চার দলের মধ্যে তিনদল ইতোমধ্যেই চূড়ান্ত হয়ে গেছে। বাকি আছে একটি জায়গা। যার জন্য, লড়াই তিন দলের। গ্রুপপর্বে বাকি একটি ম্যাচ, যেখানে জয়ের কোনো বিকল্প নেই। এমন কঠিন সমীকরণের ম্যাচে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা সানরাইজার্স হায়দরাবাদকে ৮ উইকেটে হারিয়ে প্লে-অফের সম্ভবনা টিকিয়ে রাখল রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স।

এই জয়ে প্লে-অফে এক পা দিয়েই রাখল মুম্বাই। তবে, তাদের তাকিয়ে থাকতে হচ্ছে বেঙ্গালুরু-গুজরাট ম্যাচের দিকে। কারণ ওই ম্যাচে কোহলির দল হেরে গেলে শেষ চার নিশ্চিত হবে মুম্বাইয়ের

রবিবার মুম্বাইয়ের ইডেন গার্ডেন্সে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ২০০ রানের বড় সংগ্রহ দাঁড় করায় হায়দরাবাদ। জবাবে দুই উইকেট হারিয়ে লক্ষ্য ছুঁয়ে ফেলে মুম্বাই। ৮ উইকেটের জয়ে প্লে-অফের সম্ভাবনা দৃঢ় করল রোহিত শর্মার দল।
আগে ব্যাটিংয়ে নেমে ওপেনিংয়ে দুর্দান্ত শুরু করে হায়দরাবাদের দুই ওপেনার বিভ্রন্ত শর্মা ও মায়াঙ্ক আগারওয়াল। এই দুই ব্যাটারের ১৪০ রানের ওপেনিং জুটিতে বড় স্কোরের ভিত পায় হায়দরাবাদ। ৪৭ বলে ৬৯ রানের ইনিংস খেলে আউট হন বিভ্রন্ত। তার বিদায়ের পর হেনরিখ ক্লাসেনকে নিয়ে জুটি গড়েন আগারওয়াল। দলীয় ১৭৪ রানের ৪৬ বলে ব্যক্তিগত ৮৩ রানে সাঝঘরে ফিরেন আগারওয়াল। শেষদিকে বেশকিছু উইকেট হারালেও স্কোরবোর্ডে ২০০ রানের সংগ্রহ দাঁড় করায় হায়দরাবাদ। মুম্বাইয়ের হয়ে সর্বোচ্চ চারটি উইকেট নেন আকাশ মাধওয়াল।

২০১ রানের বড় সংগ্রহের বিপরীতে ব্যাট করতে নেমে প্রত্যাশিত শুরু করতে পারেনি মুম্বাই। দলীয় ২০ রানের মাথায় দুর্দান্ত ফর্মে থাকা ইশান কিশানের বিদায়ে বড় ধাক্কা খায় দলটি। তবে, সেই চাপ পড়তে দেননি রোহিত শর্মা ও ক্যামেরুন গ্রিন। এই দুই ব্যাটারের ঝড়ো ব্যাটিংয়ে পাওয়ার প্লের ৬ ওভারে স্কোরবোর্ডে ৬০ রান তুলে ফেলে মুম্বাই।

২০ বলে ফিফটি তুলে নেন গ্রিন। আর ৩২ বলে অর্ধশতক পূরণ করেন অধিনায়ক রোহিত। ১২৮ রানের জুটি গড়ে দলীয় ১৪৮ রানে আউট হন রোহিত। আউটের আগে খেলেন ৩৭ বলে ৫৬ রানের ইনিংস। রোহিতের বিদায়ের পর সুর্যকুমার যাদবকে নিয়ে বাকি কাজটা অনায়াসে সারেন গ্রিন। ৪৭ বলে ১০০ রানের গ্রিন ও যাদব ১৬ বলে ২৫ রানে অপরাজিত ছিল।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights