ফরিদপুরে ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৩৫

অনলাইন ডেস্ক

ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে তিন নারীসহ ৪ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত এসব মৃত্যুর ঘটনা ঘটে। এ সময় ডেঙ্গু শনাক্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৩৫ জন। এ নিয়ে জেলায় ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৯৩ জন।

ডেঙ্গুতে মৃতরা হলেন ঝিনাইদহের হরিপুরের রূপদাহ এলাকার উজ্জলের স্ত্রী অঞ্জলি (৪০), ফরিদপুরের মধুখালীর পরীক্ষিতপুরের জব্বার খানের স্ত্রী মরিয়ম বেগম (৪৮), ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার উত্তর চর নারাণদিয়া গ্রামের সাজিদুলের মেয়ে সারমিন (১৩) ও ফরিদপুর সদরের শিবরামপুর এলাকার কাঞ্চন আলীর ছেলে সবদার আলী (৭০)।

জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩৩৫ জন ভর্তি হয়েছেন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭৫৬ জন। জানুয়ারি থেকে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ১৭ হাজার ৫৩০ জন। এর মধ্যে ১৬ হাজার ৬৮১ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
ফরিদপুরের সিভিল সার্জন ছিদ্দীকুর রহমান সাংবাদিকদের বলেন, ফরিদপুরের ডেঙ্গু পরিস্থিতি কোনোভাবেই নিয়ন্ত্রণের মধ্যে আনা যাচ্ছে না। প্রতিদিনই বাড়ছে মৃত্যুর সংখ্যা। সবাইকে ডেঙ্গুর ব্যাপারে আরও সচেতন হতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights