ফরিদপুরে হত্যা মামলায় ১ জনের ফাঁসি

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের বহুল আলোচিত শিশু আবু বকরকে অপহরণ পরবর্তী হত্যার ঘটনায় অপহরণকারী জিন্দার খলিফাকে ফাঁসির আদেশ দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক। এসময় শিশু হত্যায় সহযোগিতা করায় অপর আসামি মাহাবুল শেখকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়।
সোমবার দুপর ৩টায় জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো: হাফিজুর রহমান এ রায় প্রদান করেন। রায় প্রদানকালে আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

জানা যায়, ২০১৯ সালের ১ জুলাই সন্ধ্যার সময় জেলার নগরকান্দা উপজেলার পুরাপাড়া ইউনিয়ন হতে শিশু আবু বকরকে অপহরণ করে জিন্দার খলিফা ও মাহাবুল শেখ। পরে আসামিরা শিশু আবু বকরের পরিবারের কাছে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। মুক্তিপণ না পেয়ে শিশু আবু বকরকে হত্যা করে একটি বিলের মাঝে ডুবিয়ে রাখে জিন্দারা খলিফা ও মাহাবুল শেখ। শিশু আবু বকরের খোঁজ না পেয়ে নগরকান্দা থানায় নিহতের পিতা পাচু খলিফা বাদী হয়ে অপহরণ ও হত্যা মামলা দায়ের করেন। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নিহতের পরিবার ও রাষ্ট্রপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights