ফেনীতে রেলগেটে ৬ জনের মৃত্যুর ঘটনায় গেটম্যান সাইফুল গ্রেফতার

ফেনী প্রতিনিধি

ফেনীর সদরের ফাজিলপুর ও ছাগলনাইয়া এলাকার মুহুরীগঞ্জ ব্রিজ সংলগ্ন এলাকায় ট্রেনের ধাক্কায় ৬ জনের মৃত্যু ঘটনায় মহুরীগঞ্জ রেলওয়ের গেটম্যান সাইফুল ইসলামকে (৩৫) গ্রেফতার করেছে র‌্যাব। রবিবার তাকে গ্রেফতার করা হয়। গেটম্যানের অবহেলার কারণে, গেট ব্যারিয়ার না নামানোর কারণে এ মর্মান্তিক দুর্ঘটনার ঘটে বলে প্রাথমিকভাবে জানা যায়। ঘটনার পর সাইফুলকে প্রধান আসামি করে মামলা দায়ের করা হয়েছিল।

শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে ওই ঘটনা ঘটে। স্থানীয়রা অভিযোগ করেন, ট্রেন চলাচলের সময় গেট না বন্ধ করার কারণে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিলো।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ফেনী সদর উপজেলার পূর্ব ফাজিলপুর মুহুরীগঞ্জ ব্রিজ সংলগ্ন এলাকায় ই/৩২(১) নং রেলগেইটে সকাল সাড়ে আটটার দিকে গেইটম্যান দায়িত্বরত অবস্থায় ছিল না। এ সময় চট্টগ্রামগামী মেইল ট্রেন অতিক্রম করার সময় গেটবেরিয়ার দাঁড়া অবস্থায় ছিল। ওই সময় বালুবাহী ট্রাক রেললাইন পার হওয়ার সময় দুর্ঘটনায় পতিত হয়। পুলিশ সুপার মো. জাকির হাসান তাৎক্ষণিক জানিয়েছেন, বালুবাহী ট্রাক রেলক্রসিং করার সময় ট্রাক ট্রেনের সাথে ধাক্কা খেয়ে এ দুর্ঘটনা ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights