ফেনী থেকে ৫ জনকে হেলিকপ্টারে স্থানান্তর করেছে বিমান বাহিনী

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ বিমান বাহিনীর Mi-17Sh হেলিকপ্টার শনিবার বন্যাদুর্গত এলাকা ফেনী জেলার পরশুরামপুর মডেল স্কুল মাঠ থেকে পাঁচজনকে উদ্ধার করে ঢাকা নিয়ে আসে

বাংলাদেশ বিমান বাহিনী আবারও প্রমাণ করেছে, জাতীয় সংকটে তারা সর্বদা মানুষের পাশে রয়েছে। আইএসপিআর জানায়, গতকাল বন্যাকবলিত ফেনী জেলার পশুরামপুর মডেল স্কুল মাঠ থেকে বিমান বাহিনীর এমআই-১৭ এসএইচ হেলিকপ্টারের মাধ্যমে পাঁচজনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃতরা হলেন তারিকুল ইসলাম, অজিত কর্মকার, অভিজিত কর্মকার, শারমিন এবং সাইদুর রহমান।

উদ্ধার অভিযানটি অত্যন্ত দক্ষতার সাথে পরিচালিত হয় এবং উদ্ধারকৃতদের ঢাকা সেনানিবাসস্থ বিমান বাহিনী ঘাঁটি বাশারের এয়ার মুভমেন্টে স্থানান্তর করা হয়। পরে তাদেরকে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া হয়।

এই অভিযানটি কেবল বিমান বাহিনীর দক্ষতা এবং সাহসিকতার পরিচায়ক নয়, বরং এটি প্রমাণ করে যে তারা জাতীয় দুর্যোগ মোকাবিলায় সবসময় প্রস্তুত এবং মানুষের জীবনের সুরক্ষায় নিজেদের নিঃস্বার্থভাবে উৎসর্গ করতে সক্ষম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights