বগুড়ায় ব্যবসায়ী হত্যা: একজনের মৃত্যুদণ্ড, দু’জনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ার শেরপুর উপজেলায় কীটনাশক ব্যবসায়ী আনিছুর রহমানকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড ও দু’জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

৭ মার্চ মঙ্গলবার দুপুরে বগুড়ার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হাবিবা মণ্ডল এই রায় ঘোষণা করেন। রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ১০ হাজার এবং যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিদেরকে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন, শেরপুর উপজেলার চণ্ডেশ্বর গ্রামের তছলিম উদ্দিন তছু। আর যাবজ্জীবন পাওয়া দু’জন হলেন চণ্ডেশ্বর গ্রামের মোঃ ফারুক ও টুনিপাড়া গ্রামের আব্দুল আলীম।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি নাছিমুল করিম হলি জানান, ২০১৭ সালের ১২ জুন বেলা ১২টার দিকে একটি দোকানের ভিতরে চাকু দিয়ে কুপিয়ে ও স্ট্যাম্প দিয়ে পিটিয়ে চণ্ডেশ্বর গ্রামের মৃত রইচ উদ্দিনের ছেলে আনিছুরকে আহত করা হয়। পরে ঢাকায় নেয়ার পথে তিনি মারা যান। ওই দিনেই নিহতের মা আনোয়ারা বেওয়া বাদী হয়ে থানায় মামলা করেন। ঘটনার পরের দিন ১৩ জুন আসামিদের গ্রেফতার করে কারাগারে পাঠায় পুলিশ। এরপর দীর্ঘ শুনানি শেষে মঙ্গলবার রায় ঘোষণা করা হয়।
আইনজীবী এপিপি নাছিমুল করিম হলি আরো জানান, আসামিদের সঙ্গে আনিছুরের দীর্ঘদিনের পারিবারিক শত্রুতা ছিল। এর ধারাবাহিকতায় ধানের জমিতে হাঁস যাওয়াকে কেন্দ্র করে গণ্ডগোল বাঁধে। সেটি নিয়ে বিচার-সালিশও বসে। কিন্তু মীমাংসা হয়নি। এরই জের ধরে আনিছুরকে কুপিয়ে হত্যা করে আসামিরা। এ ঘটনায় আসামিরা গ্রেফতারের পর ১৬৪ ধারায় জবানবন্দিও দিয়েছে। পরবর্তীতে ২০২২ সালের ৩১ জুলাই চার্জশিট দেয় পুলিশ। এরপরে দীর্ঘশুনানি শেষে আসামি তছলিমকে মৃত্যুদণ্ড দেন বিচারক। আর ফারুক ও আব্দুল আলীমকে যাবজ্জীবন সাজা দেয়া হয়। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানাও করেন আদালতের বিচারক। রায় ঘোষণার সময় তিন আসামি উপস্থিত ছিলেন। তাদের কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you like about this page?

0 / 400

Verified by MonsterInsights