বগুড়ায় সাবেক যুবদল নেতার শাহাদৎ বার্ষিকীতে আলোচনা সভা
নিজস্ব প্রতিবেদক, বগুড়া
বগুড়া পৌরসভার ২১নং ওয়ার্ড যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু ইউসূফ এর ১১তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকেলে জেলা যুবদলের সাবেক নেতাকর্মীদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন বগুড়া জেলা যুবদলের সাবেক সভাপতি ও ১১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সিপার আল বখতিয়ার, সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুকুল ইসলাম, ২১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রুহুল কুদ্দুস ডিলু, ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস চাঁন, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুর রহমান দীপন, ওয়ার্ড যুবদলের সাবেক সাধারন সম্পাদক লেমন, বাংলাদেশ খেলাফত মজলিস ২১নং ওয়ার্ড সভাপতি মাওলানা জাহিদুল ইসলাম, বগুড়া শহর যুবদলের সাবেক সভাপতি ও সাবেক কাউন্সিলর মাসুদ রানা, সাবেক সাংগঠনিক সম্পাদক আহমেদ বিন বিল্লাহ শান্ত, শাজাহানপুর থানা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি শহীদ, সাংগঠনিক সম্পাদক এবিএস রিপন প্রমুখ।
জেলা যুবদলের সাবেক সহ-দপ্তর সম্পাদক এস.এম. জিয়াউল ইসলাম আপেলের সঞ্চালনায় অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন লেখক, গবেষক মুফতি সালাহুদ্দিন মাসঊদ।
উল্লেখ্য, শেখ হাসিনা সরকারের পতন ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ২০১৩ সালের এই দিনেই বগুড়ার বনানীতে পুলিশের গুলিতে শাহাদৎবরণ করেছিলেন ২১নং ওয়ার্ড যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু ইউসূফ।