বন্দী ইসরায়েলি তরুণীর ভিডিও প্রকাশ করল হামাস

অনলাইন ডেস্ক

হামাস সোমবার তাদের টেলিগ্রাম চ্যানেলে বন্দী এক ইসরায়েলি তরুণীর একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে দেখা যাচ্ছে, ওই তরুণী চিকিৎসা নিচ্ছেন। মেয়েটি বলছে, ‘তিনি মারাত্মকভাবে আহত হয়েছেন এবং চিকিৎসা নিচ্ছেন।’

খবর অনুসারে, ওই তরুণী বলেন, ‘হাই, আমি মায়া শেম, আমি শোহামের বাসিন্দ বয়স ২১ বছর। বর্তমানে আমি গাজায় আছি। আমি শনিবার সকালে সেডোরত থেকে এখানে এসেছি। আমি একটা পার্টিতে ছিলাম। আমার হাতে গুরুতর আঘাত লেগেছে। গাজার হাসপাতালে তিন ঘণ্টা ধরে আমার হাতের অস্ত্রোপচার হয়েছে। তারা আমার যত্ন নিচ্ছে, ওষুধ দিচ্ছে। সবকিছু ঠিক আছে। আমি শুধু এটুকুই চাই যে, যত তাড়াতাড়ি সম্ভব আমাকে আমার বাবা-মা, আমার ভাইবোনদের কাছে বাড়িতে ফিরিয়ে নেওয়া হোক। অনুগ্রহ করে যত তাড়াতাড়ি সম্ভব আমাকে এখান থেকে বের করা হোক।’

হামাসের আরবি টেলিগ্রাম চ্যানেলে ভিডিওটির ক্যাপশনে লেখা হয়েছে, ‘আল-কাসেম ব্রিগেডের মুজাহিদরা গাজায় এক নারী বন্দীকে চিকিৎসা সেবা দিচ্ছেন।
ওই তরুণীর পরিবারের একজন সদস্য বলেন, ‘এটি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমরা আমাদের মেয়েকে ফেরত চাই। মুক্ত বিশ্বের দেশগুলি তাকে ফেরানোর ব্যবস্থা করুক আমরা এই দাবি জানাই।

গত ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা করে হামাস। তারা অন্তত ১৯০ জন ইসরায়েলিকে বন্দী করে। সূত্র: জেরুজালেম পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights