বসুন্ধরা শুভসংঘ মনোহরদী শাখার উদ্যোগে ইফতার ও দোয়ার আয়োজন

নরসিংদী প্রতিনিধি

বসুন্ধরা শুভসংঘ মনোহরদী উপজেলা শাখা মাস ব্যাপী ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করেছে। তারই ধারাবাহিকতায় উপজেলার বিভিন্ন এলাকায় অসহায়, দুস্থ, গরিব, সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ইফতার বিতরণ কার্যক্রম চলমান আছে। এতিমখানা ও মাদ্রাসার শিক্ষার্থীরাও পাচ্ছেন শুভসংঘের ইফতার সামগ্রী। শুক্রবার জামীয়াতুল মদিনা মাদ্রাসায় এতিম ও অসহায় ছাত্র সাথে এক আনন্দঘন পরিবেশে ইফতার এবং দোয়ার আয়োজন করা হয়। উক্ত দোয়ায় সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।

বসুন্ধরা শুভসংঘ মনোহরদী শাখার সভাপতি সাধারণ সম্পাদকসহ এ সময় আরো উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধি, আলেম উলামাবৃন্দ, মোহতামিম, শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীবৃন্দ।

উক্ত আয়োজনে সকল মুসলিম উম্মাহ এবং দেশবাসীর জন্য দোয়া পরিচালনা করা হয়। যারা এই মহতী কার্যক্রমের সাথে আর্থিকভাবে মানসিকভাবে এবং সশরীরে হাজির হয়েছে তাদের উত্তরোত্তর মঙ্গল কামনা করা হয়। এ আয়োজন পুরো রমজান মাস জুড়ে চলমান থাকবে বলে শুভসংঘের বন্ধুরা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights