বাংলাদেশের জার্সিতে যাদের প্রথম বিশ্বকাপ
অনলাইন ডেস্ক
ভারতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে জায়গা পেয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। তবে পুরোপুরি ফিট না হওয়ায় দলে রাখা হয়নি দেশসেরা ওপেনার তামিম ইকবালকে।
২০০৭ বিশ্বকাপের পর এবারই প্রথম বিশ্বকাপে নেই তামিম। তামিম ইকবাল না থাকলেও স্কোয়াডে জায়গা পেয়েছেন আরেক তামিম। তানজিদ হাসান তামিম বড় তামিমের মতোই ওপেনার। তামিম ইকবালের যেখানে বিশ্বকাপ যাত্রা শেষ বলা চলে, তানজিদ তামিমের সেখান থেকেই শুরু। প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে যাচ্ছেন এই তরুণ তুর্কি।
শুধু তামিমই নন, বাংলাদেশের বিশ্বকাপ দলে আছেন বেশ কয়েকজন তরুণ; যারা এবারই প্রথম বিশ্বকাপে অংশ নিচ্ছেন। গত বিশ্বকাপের স্কোয়াডে থাকা নয়জনই নেই এবারের বিশ্বকাপে। বাংলাদেশের ১৫ জনের স্কোয়াডে আটজনেরই এটি প্রথম বিশ্বকাপ।
২০১৯ বিশ্বকাপের স্কোয়াডে থাকাদের মধ্যে আছেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, মুস্তাফিজুর রহমান, লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ। ২০১৫ বিশ্বকাপের পর আবারও দলে এসেছেন তাসকিন আহমেদ।
এবারই প্রথম বিশ্বকাপে খেলতে যাচ্ছেন আট বাংলাদেশি। যাদের মধ্যে রয়েছেন তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব ও শরিফুল ইসলাম।