বাংলাদেশ-ভারত সম্পর্ক ফের ভালো হবে
কলকাতা প্রতিনিধি
৫ আগস্ট বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্কে শীতলতা চলছে। নানা ইস্যুতে জটিলতা তৈরি হয়েছে। তার আঁচ পড়েছে সীমান্তেও। সম্প্রতি পশ্চিমবঙ্গের মালদহ, কোচবিহার, নদীয়ায় কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে উত্তেজনাও তৈরি হয়। বিদ্যমান এ অবস্থায়ও দুই দেশের মধ্যকার সম্পর্ক নিয়ে আশাবাদী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি বলেছেন, ‘আমি বিশ্বাস করি আমাদের উভয়ের মধ্যে সম্পর্ক হয়তো আবার ভালো হয়ে যাবে।’ সেই সঙ্গে তিনি সতর্কবার্তা দিয়ে বলেছেন, ‘…তবে এটা লক্ষ্য রাখতে হবে যেন ক্ষতিকর কোনো উপাদান এপারে (ভারতে) এসে কোনো হোটেল বা বাসায় ভাড়া নেওয়ার নাম করে বাসা বাঁধতে না পারে। সমাজবিরোধীরা যাতে ঘুঘুর বাসা বাঁধতে না পারে। এমনটি হলে তা হবে রাজ্যের ক্ষতি, দেশের ক্ষতি এবং গোটা সমাজের ক্ষতি।’ মমতার অভিমত, ‘উন্নয়ন তখনই হয় যখন শান্তি স্থাপন হয়।’ গতকাল পশ্চিমবঙ্গের মালদহ জেলার ডিএসএ স্টেডিয়ামে এক অনুষ্ঠানে এসব কথা বলেন মমতা।
রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস প্রধান আরও বলেন, ‘আমরা সবাইকে বলব সকলেই যার যার মতো করে বেঁচে থাকুন। কিন্তু কেউ যেন আমরা দাঙ্গা না করি। ওপার বাংলায় একটা সমস্যা হচ্ছে। আন্তর্জাতিক সীমান্ত দেখার দায়িত্ব বিএসএফের। যদি কোনো অন্যায় হয় আমরা দেখব।’