বাংলাদেশ-ভারত সীমান্তে সাড়ে ৩ কেজির বেশি স্বর্ণ উদ্ধার

দীপক দেবনাথ, কলকাতা

ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে তিনটি পৃথক ঘটনায় ৩ কেজি ৬২ গ্রাম ওজনের স্বর্ণের বার উদ্ধার করেছে বিএসএফ। আন্তর্জাতিক বাজারে এর মূল্য ২ কোটি ২৯ লাখ ৪৮ রুপি।

গতকাল শুক্রবার পশ্চিমবঙ্গের ২৪ পরগনা জেলার পেট্রাপোল সুসংহত চেকপোস্ট (আইসিপি) দিয়ে ভারতে প্রবেশের সময় খালি ট্রাকের ভেতর থেকে ২২টি স্বর্ণের বার এবং এক যাত্রীর শরীর থেকে ৩টি স্বর্ণের মণ্ড উদ্ধার করে বিএসএফের দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের ১৪৫ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা। এর মোট ওজন ৩ কেজি ৬২৮ গ্রাম, যার মূল্য ২ কোটি ২৯ লাখ ৪৮ রুপি। ওই স্বর্ণ বাংলাদেশ থেকে ভারতে পাচার করা হচ্ছিল বলে অভিযোগ।

এই ঘটনায় আটক করা হয়েছে তিন চোরাকারবারিকে। তারা হলেন রাজু দাও (২৭ বছর), রঞ্জিত দাস (২২ বছর) এবং মোহাম্মদ রিবায়েদিন (২৭ বছর)।
রাজু দাসের বাড়ি উত্তর ২৪ পরগণা জেলার বনগাঁর দত্ত পাড়া গ্রামে, সঞ্জিত দাসের বাড়ি ওই জেলারই পাইকপাড়া এলাকায়, মোহাম্মদ রিবায়েদিনের বাড়ি তামিলনাড়ুর রামানাথপুরম এলাকায়।

বিএসএফ’এর তরফে জানানো হয়েছে, প্রথম ঘটনায় শুক্রবার রাত ১২টা ১০ মিনিট নাগাদ পেট্রাপোল আইসিপি দিয়ে দুইটি খালি ট্রাক ভারতে প্রবেশের সময় সন্দেহজনকভাবে আটক করা হয়। পরে ট্রাক দুটিকে পেট্রাপোল ওয়ারহাউসে নিয়ে গিয়ে তাতে অভিযান চালিয়ে ২২টি স্বর্ণের বার উদ্ধার করেন জওয়ানরা। ২৫৫১.৫৯০ গ্রাম ওজনের ওই স্বর্ণের মূল্য ১ কোটি ৬২ লাখ ২৪ হাজার ৩২২ রুপি। ট্রাক চালকের কেবিনে ওই স্বর্ণ লুকানো ছিল। আটক করা হয় দুই চালককেই। জিজ্ঞাসাবাদে উভয়ই স্বীকার করেছেন, তারা ভারতীয় নাগরিক।

দ্বিতীয় ঘটনায় ওই একই দিনে দুপুর ১২টা ১৫ মিনিট নাগাদ সীমান্তে একজন যাত্রীকে নিয়মিত অনুসন্ধানের সময় তার শরীরের নিচের অংশে কিছু ধাতব পদার্থের উপস্থিতি টের পান জওয়ানরা। এরপর তাকে পুঙ্খানুপুঙ্খ চেকআপের জন্য টয়লেটে নিয়ে যাওয়া হয়। তারপর তার কাছ থেকে নলাকার আকৃতির ৩টি স্বর্ণের পেস্ট/মণ্ড উদ্ধার করা হয়, যা তার মলদ্বারে লুকিয়ে রাখা ছিল। এই স্বর্ণের মূল্য ৬৬ লাখ ৭৫ হাজার ৭২৬ রুপি।

সীমান্ত থেকে জব্দ মালামাল ও আটক তিন পাচারকারীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পেট্রাপোল কাস্টমস কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights