বাংলাবান্ধায় সেক্টর পর্যায়ে বিজিবি-বিএসএফের সমন্বয় সভা

তেঁতুলিয়ায় (পঞ্চগড়) প্রতিনিধি :

বাংলাদেশ-ভারতের সীমান্ত সুরক্ষার বাংলাবান্ধায় বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল ১১ টায় বাংলাবান্ধা স্থলবন্দরের সম্মেলন কক্ষে পঞ্চগড়-১৮ বিজিবির আয়োজনে সীমান্তে সার্বিক অবস্থা নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

সমন্বয় সভায় বিজিবির পক্ষে নেতৃত্ব দেন ঠাকুরগাঁও বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল জিয়া সাদাত খান (পিবিজিএম, পিএসসি) ও ভারতের পক্ষে নেতৃত্ব দেন বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন কিষাণগঞ্জ সেক্টরের ডিআইজি শ্রী নির্মান সিং আউজলা।

এ সময় বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন নীলফামারী (৫৬ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আসাদুজ্জামান হাকিম, বিএসপি, পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো.মাহফুজুল হক, রংপুর রিজিয়নের স্টাফ অফিসার লে. কর্নেল মোহাম্মদ সুরুজ মিয়া, পিএসসি, লে. কর্নেল মাসুদ হোসাইন আহমেদ, এমএস, ঠাকুরগাঁও সেক্টরের স্টাফ অফিসার মেজর মো. নঈম রেজভী ও অন্যান্য স্টাফ অফিসারবৃন্দ।
অপরদিকে বিএসএফের ১৯৫ ব্যাটালিয়ন বিএসএফের কমান্ড্যান্ট শ্রী সুনিল কুমার, ২১ ব্যাটালিয়ন বিএসএফের কমান্ড্যান্ট শ্রী সি এস টমার, ১৭৬ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী এসএস সিরোহী, ১৫ ব্যাটালিয়নের শ্রী অরুন কুমার সিং, শিলিগুড়ি সেক্টরের স্টাফ অফিসার শ্রী মনোজ কুমার সারমা, শ্রী অমিত কুমার, শ্রী পংকজ যাদব ও অন্যান্য স্টাফ অফিসারবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights