বাংলার মাটিতে শেখ হাসিনার বিচার নিশ্চিত করা হবে: মুহাম্মাদ শাহজাহান

ফাতেমা জান্নাত মুমু, রাঙামাটি

ছাত্র-জনতা গণহত্যার অপরাধে বাংলার মাটিতে শেখ হাসিনার বিচার নিশ্চিত করা হবে বলে মন্তব্য করেছেন, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মাদ শাহজাহান। তিনি বলেন, ছাত্র-জনতার প্রাণ বিসর্জন দিয়ে গণভবনে শেখ হাসিনা টিকে থাকতে চেয়েছিল।

কিন্তু ছাত্র-জনতা এবং সাধারণ মানুষের গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের অপক্ষমতা ধরে রাখতে পারেনি। বাংলার মাটি ছাড়তে বাধ্য হয়েছে। দেশ থেকে পালিয়ে গেলেও শেখ হাসিনার অপরাধ ক্ষমা করা হবে না।

আজ শনিবার দুপুর ১টায় রাঙামাটি আল আমিন সিনিয়র মাদ্রাসার মাঠ চত্বরে পৌর জামায়াতে ইসলামীর কর্মী সন্মেলন ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মাদ শাহজাহান এসব কথা বলেন।

রাঙামাটি পৌর জামায়াতের আমীর মুহাম্মদ আব্দুস সালামের সভাপতিত্বে এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাবেক হুইপ ও চট্টগ্রাম মহানগর জামায়তে ইসলামীর আমীর শাহা জাহান চৌধুরী। এছাড়া চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সাবেক আমীর জাফর ছাদেক, রাঙামাটি জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল আলীম, নায়েবে আমীর মাওলানা জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মো. মনছুর আল হক, রাঙামাটি ইসলামিক সেন্টারের চেয়ারম্যান অ্যাডভোকেট মোখতার আহমেদ, জামায়াতে ইসলামী রাঙামাটির সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবুল কালাম, এলডিপি রাঙামাটির সভাপতি দীপংকর দেওয়ান, জামায়াতে ইসলামী রাঙামাটির সুরা সদস্য মাওলানা নুরুল আলম সিদ্দিকী, ইসলামী ছাত্র শিবির রাঙামাটি জেলার সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম, ইসলামী ছাত্র শিবির রাঙামাটি জেলার সাবেক সভাপতি অ্যাড. মোহাম্মদ হারুনুর রশিদ উপস্থিত ছিলেন।

জাতীয় সংসদের সাবেক হুইপ ও চট্টগ্রাম মহানগর জামায়তে ইসলামীর আমীর শাহা জাহান চৌধুরী বলেন, শেখ হাসিনা বলেছিলেন আমি শেখের বেটি। শেখের বেটি পালায় না। কিন্তু শেখ হাসিনা পালিয়ে প্রমাণ করলো তিনি শেখের বেটি নয়। তিনি হিন্দুস্তানের নরেন্দ্র মোদির বেটি। তিনি আরও বলেন, বাংলার মাটিতে ফ্যাসিস্ট সরকারের সব নেতাকর্মীদের অপকর্মের বিচার নিশ্চিত করতে জামায়াতে ইসলামীসহ সাধারণ জনতা ঐক্যবদ্ধ হয়েছে। শেখ হাসিনা শুধু অপকর্ম নয়, পাহাড়ের মানুষের মধ্যে বৈষম্য সৃষ্টি করেছে পক্ষপাতি শান্তি চুক্তি করে। যার কারণে অনেক জাতি গোষ্ঠী এখনো সুবিধা বঞ্চিত রয়ে গেছে।

এ আগে রাঙামাটি পৌরসভা চত্বর থেকে পৗর জামায়াতে ইসলামীর কর্মী সন্মেলনের সভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বনরূপা সমাবেশস্থলে এসে মিলিত হয়। এতে রাঙামাটি ১০টি উপজেলাসহ চট্টগ্রাম ও হাটহাজারী জামায়াতে ইসলামের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights