‘বিএনপি ক্ষমতায় আসতে পারবে না নিশ্চিত হয়ে অন্য পরিকল্পনা করছে’
বিএনপিকে উদ্দেশ করে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘যাদের কাছে এতিমের টাকা নিরাপদ নয়। যারা এতিমের টাকা আত্মসাৎ করে। তাদের কাছে দেশের ১৭ কোটি মানুষের সম্পদ নিরাপদ থাকতে পারে না। তারা ক্ষমতায় আসতে পারবে না নিশ্চিত হয়ে এখন অন্য পরিকল্পনা করছে।’
আজ শুক্রবার দুপুরে নোয়াখালীর হাতিয়ায় উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বীর মুক্তিযোদ্ধা ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুক্তিযুদ্ধমন্ত্রী বলেন, ‘হাতিয়ার মানুষের প্রধান সমস্যা নদী ভাঙন। করোনা মহামারির কারণে এই সমস্যা সমাধান হয়নি। আমি আশা করি, আগামী নির্বাচনের আগে দ্রুত সময়ের মধ্যে আপনাদের এই নদী ভাঙন সমস্যার সমাধান হবে।’
এর আগে মন্ত্রী কোটি টাকা ব্যয়ে মুক্তিযোদ্ধাদের জন্য তিন তলাবিশিষ্ট নবনির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের উদ্ধোধন করেন।
উপজেলা পরিষদ চত্বরে হাতিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি মোহাম্মদ আলীর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের এমপি আয়েশা ফেরদাউস, যুদ্ধকালীন থানা কমান্ডার সাবেক এমপি অধ্যাপক ওয়ালীউল্লাহ্, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মাহবুব মোর্শেদ লিটন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কেফায়েত উলাহ, পৌরসভার মেয়র কে এম ওবায়েদ উল্লাহ বিপ্লব প্রমুখ।