বিএনপি জনগণের অধিকার ফিরিয়ে দিতে চায় : আব্দুস সালাম

কুড়িগ্রাম প্রতিনিধি

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেছেন, আওয়ামী লীগের কাউয়া কাদের বলেছিল যদি পট পরিবর্তন হয়, একরাতে ৫ লাখ লোক মারা যাবে। আওয়ামী লীগের বিরুদ্ধে আগুন জ্বলার কথা ছিল, বিএনপি’র নেতাকর্মীদের মনের আগুন। কিন্তু তারেক রহমানের এক নির্দেশে সারা দেশে বিএনপির সকল নেতাকর্মী বুকে পাথর দিয়ে শীতল হয়ে গিয়েছিল। এটাই হলো বিএনপি।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রাম জেলা বিএনপির আয়োজনে বৃহস্পতিবার বিকালে জেলা শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত জনসভায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, মাওলানা ভাষানী বলেছিলেন, ‘আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ—এরা দেশটাকে লুটেপুটে খেয়ে ফেলবে। তারা দেশটাকেও খেয়ে ফেলছে, শেখ মুজিবকেও খেয়ে ফেলছে’।

আব্দুস সালাম বলেন, বিএনপি রাজনীতি করে দেশের মানুষের জন্য, আর আওয়ামী লীগ রাজনীতি করে নিজের জন্য এবং ভারতের জন্য। এদেশের মানুষ ভোট দিতে পারলে আওয়ামী লীগ ক্ষমতায় যেতে পারতো না। তাই ভোটের জন্য আমরা লড়াই করেছি। আমরা বাংলাদেশের মানুষ রক্ত দিয়ে ভোটের অধিকার অর্জন করেছি।
তিনি আরও বলেন, আজকে বৈষম্য দূর করে ভোটের এবং মানুষের ন্যায্য অধিকার ফিরে পাওয়ার জন্য এই সরকারকে বসানো হয়েছে। আপনাদের লং টাইম ক্ষমতায় থাকার জন্য বসানো হয়নি।

কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, কুড়িগ্রাম জেলা বিএনপি’র আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা ও যুগ্ম সম্পাদক আলাফ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights