বিক্ষোভে উত্তাল রাবি, রেললাইন অবরোধ

রাবি প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনে হামলার প্রতিবাদ ও কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে রেললাইন অবরোধ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। আজ শুক্রবার বিকালে বিশ্ববিদ্যালয়ের স্টেশন বাজার এলাকায় তারা অবরোধ করেন।

শিক্ষার্থীরা বলেন, শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলার প্রতিবাদ এবং কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ করছি। আমরা সংসদে আইন পাসের মাধ্যমে কোটার যৌক্তিক সংস্কার চাই। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

শিক্ষার্থীদের দাবি, সরকারি চাকরির সকল গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল এবং অনগ্রসর গোষ্ঠীর জন্য ন্যায্যতার ভিত্তিতে ন্যূনতম কোটা রেখে সংসদে আইন পাস করতে হবে।

এর আগে, গতকাল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কোটা আন্দোলনকারীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে বিক্ষোভ নিয়ে বিশ্ববিদ্যালয়ের স্টেশন বাজার সংলগ্ন রেললাইন অবরোধ করেন শিক্ষার্থীরা। রাত ১০টায় বিক্ষোভের ডাক দিয়ে রেললাইন ত্যাগ করেন আন্দোলনকারীরা। ঢাকার সঙ্গে একাত্মতা ঘোষণা করে একদফা দাবিতে আন্দোলন করছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights