বিশ্বকাপ থেকে বিদায়ে ভাষা হারিয়ে ফেলছেন বাভুমা
স্পোর্টস ডেস্ক
বিশ্বকাপ থেকে এভাবে বিদায় হোক সেটা কখনোই চাননি দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। টুর্নামেন্টে দুর্দান্ত খেলে সেমিফাইনালে আসলেও শুরুতেই চার উইকেট হারিয়ে ফেলায় অস্ট্রেলিয়ার মত বড় দলের বিপক্ষে আর বেশিদূর এগোনো হয়নি তাদের। তবুও মিলার সেঞ্চুরি করে ২১২ রানের লড়াকু পুঁজি এনে দেন। কিন্তু শেষ রক্ষা আর হয়নি।
বল হাতে দুর্দান্ত লড়াই করলেও সেমিফাইনাল থেকে বিদায়ে ভাষা হারিয়ে ফেলছেন বাভুমা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে তিনি বলেন, ‘আমি কোন ভাষা খুঁজে পাচ্ছি না। তবে প্রথমে অস্ট্রেলিয়াকে অভিনন্দন জানাতে চাই। তারা দুর্দান্ত খেলেছে। ফাইনালের জন্য শুভকামনা। আমরা আমাদের জাত চিনিয়েছি আজ।’
শুরুর ধাক্কাতেই ম্যাচ শেষ হয়ে যায় প্রোটিয়াদের। বভুমা বলেন, ‘আমরা যেভাবে বোলিং ও ব্যাটিংয়ে শুরু করেছি ওখানেই ম্যাচ শেষ হয়ে গিয়েছে। তারা শুরুতেই আমাদের উপর অনেক চাপ সৃষ্টি করেছিল। আপনি যখন ২৪ রানে ৪ উইকেট হারিয়ে ফেলবেন তখন বড় রান করতে আপনি ধুঁকবেনই।’
ক্লাসেন ও মিলারের ব্যাটিংয়ের প্রশংসা করে বাভুমা বলেন, ‘মিলার ও ক্লাসেন দারুণ খেলেছে। আমরা কিছুটা ছন্দ পেয়েছিলাম কিন্তু সেটি রক্ষা করতে পারিনি। বিশ্বকাপের সেমিফাইনালে এমন চাপের ম্যাচে মিলারের এমন দুর্দান্ত ইনিংস খুব কমই দেখা গেছে।’