বিশ্বনাথে ওয়ারেন্টভুক্ত আট আসামি গ্রেফতার
সিলেটের বিশ্বনাথে পৃথক অভিযান চালিয়ে নারীসহ ওয়ারেন্টভুক্ত আট আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। আজ বুধবার দুপুরে সিলেট আদালতে প্রেরণ করা হয়েছে তাদের। এর আগে গেল মঙ্গলবার গভীর রাতে ৭ জনকে ও আজ বুধবার দুপুরে একজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আসামিরা হলেন উপজেলার লামাকাজি ইউনিয়নের প্রতাবপুর গ্রামের মৃত এখলাছ মিয়ার ছেলে নেছার আহমদ (৩৮), হাসান আহমদ (২৮), ছবির আহমদ (৩৬), বশির আহমদ (৩৪), হোসেন আহমদ (৩০), উপজেলা সদরের আসকির মিয়ার কলোনীর ভাড়াটিয়া মৃত আবদুন নুরের মেয়ে আম্বিয়া খাতুন (৩৮), রহিমা খাতুন (২৮) ও পুরান সৎপুর গ্রামের আবদুল বারিকের ছেলে মোহন মিয়া (৩২)।
থানা পুলিশ সূত্র জানায়, গ্রেফতার হওয়া আসামিদের মধ্যে মোহন মিয়ার বিরুদ্ধে তার স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় ওয়ারেন্ট ইস্যু করেন বিজ্ঞ আদালত। অন্যদের বিরুদ্ধে রয়েছে ফৌজদারী কার্যবিধি আইনের ১০৭ ধারায় ইস্যু হয় ওয়ারেন্ট।
এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ গাজী আতাউর রহমান বলেন, বিশেষ অভিযান পরিচালনা করে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিদের গ্রেফতার করা হয়েছে। আজ তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।