বিশ্ববিদ্যালয়ের স্বকীয়তা ফেরাতে জবি শিক্ষর্থীদের স্মারকলিপি

জবি প্রতিনিধি

গুচ্ছ ভর্তি পদ্ধতির ভঙ্গুর ব্যবস্থাপনার বিষবাষ্প হতে নিষ্ক্রিতি চায় জবি শিক্ষার্থীরা। অনতিবিলম্বে গুচ্ছ ভর্তি প্রক্রিয়া থেকে বেরিয়ে নিজস্ব প্রক্রিয়ায় স্নাতক প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছে সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ৩ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে শিক্ষার্থীরা বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অন্যতম ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ। কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত হওয়ার পর থেকে এই প্রতিষ্ঠান অত্যন্ত সুনামের সাথে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। কিন্তু বিগত দুই বছর গুছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে সেই সুনামের অনেকটাই বিলীন হয়েছে।
স্মারক লিপিতে আরও বলা হয়, গত ২০১৮-১৯ সেশনে লিখিত পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেয়ার মধ্য দিয়ে নতুন মাত্রা যুক্ত করে। যার পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য অনেক বিশ্ববিদ্যালয় এই নীতি অনুসরণ করে। কিন্তু ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় গুছ পদ্ধতিতে অংশ নেওয়ার কারণে আসন খালি রেখেই ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মান অক্ষুণ্ণ রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসন যেন গুচ্ছ ভর্তি প্রক্রিয়া থেকে বের হয়ে স্বতন্ত্র পদ্ধতিতে ভর্তি কার্যক্রম সম্পন্ন করার দাবি জানান।

এবিষয়ে বিশ্ববিদ্যালের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বলেন, ‘শিক্ষার্থীরা স্মারকলিপি দিয়েছে। কিন্তু শিক্ষার্থীদের কথায় তো কিছু হবে না। একাডেমিক কাউন্সিলে এবিষয়ে সিদ্ধান্ত হবে।’

এর আগে দুপুর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন করে গুচ্ছ ভর্তি প্রক্রিয়া থেকে বেরিয়ে আসতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে পাঁচ দিনের আল্টিমেটাম দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights