বিশ্ব ইজতেমায় ৬৩টি যৌতুকবিহীন বিয়ে
টঙ্গী প্রতিনিধি
৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম ধাপে ৬৩টি যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হয়েছে। এই বিয়ে পড়িয়েছেন ভারতের মাওলানা যোহাইরুল হাসান।
শনিবার আছরের নামাজের পর এই বিয়ে অনুষ্ঠিত হয় বলে নিশ্চিত করেছেন বিশ্ব ইজতেমার শূরায়ে নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।
সংশ্লিষ্ট সূত্র জানায়, শনিবার বাদ আসর মূল বয়ানমঞ্চের পাশে যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হয়। বর ও কনেদের সম্মতিক্রমে এই বিয়ে হয়। বিকাল সাড়ে পাঁচটায় বিয়ে পড়ানোর কার্যক্রম শুরু হয়। বিবাহ পরবর্তী নব দম্পতিদের জীবনে সুখ-শান্তি কামনা করে দোয়া করা হয়।
এদিকে, শনিবার বাদ আসর মূল বয়ানমঞ্চ থেকে বয়ান করেন ভারতের মাওলানা যোহাইরুল। তিনি তার বয়ানে বলেন, ইমান আল্লাহ তায়ালার বড় নেয়ামত। দুনিয়াতে আমরা নেয়ামতের মধ্যে হাবুডুবু খাচ্ছি। দুনিয়াতে আমরা এত নেয়ামত ভোগ করছি, যা বলে শেষ করা যাবে না।
মেরে দোস্ত বুজুর্গ, তোমার যৌবনের কদর কর। যৌবন থাকাকালীন সামনে নাফরমানি কাজ না করে আল্লাহর ইবাদতে সময় ব্যয় কর। সুস্থতার নেয়ামত আল্লাহ দিয়েছেন, তাই এর কদর কর।
তিনি আরও বলেন, ৪০ দিন যে ব্যক্তি তকবির ওয়ালার সাথে নামাজ পড়বে, সে জাহান্নাম থেকে মুক্তি পাবে। তাই আমরা সবাই ৪০ দিনের চিল্লায় বের হয়ে যাই। আমল ভালো হলে, জীবনের দিকও ভালো হবে। ভালো আমল জান্নাতের দিকে টেনে নিবে।