বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে সিদ্ধিরগঞ্জে আলোচনা সভা
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে সিদ্ধিরগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ের আফির উদ্দিন সুপার মার্কেটে হলি কেয়ার ফিজিওথেরাপির উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শিক্ষক আব্দুস সোবহানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কলামিস্ট ফোরামের সাধারণ সম্পাদক লায়ন মীর আব্দুল আলীম।
প্রতিষ্ঠানটির পরিচালক মো. তারিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ভারতের প্রখ্যাত কথা সাহিত্যিক দিলীপ রায়, হলি কেয়ার ফিজিওথেরাপি প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ডা. মাকসুদুল আলম, ডা. খালেদা আক্তার আঁখি, ডা. ফারহানা আক্তার, সাংবাদিক এ হাই মিলন ও পরিচালক শাহ মো. ছগীর প্রমুখ।
আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে কেক কাটা হয়।