বকেয়া বেতনের দাবীতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধে যান চলাচল বন্ধ কালিয়াকৈরে দুই কিঃমঃ যানজট

কালিয়াকৈর (গাজীপুর) স্টাফ রিপোর্টার

বকেয়া বেতনের দাবীতে ঢাকা- টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পশ্চিম চান্দরা এলাকায় শ্রমিকরা বিক্ষোভ প্রদর্শন করায় অবরোধের সৃষ্টি হয়েছে। এতে মহা সড়কের উভয় পার্শ্বে শত শত যানবাহন আটকে পরে দীর্ঘ দুই কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে।

শ্রমিক ও পুলিশ সুত্র জানায়, উপজেলার পশ্চিম চান্দরাস্থ হাড্ডি অ্যাসোসিয়েশনের শ্রমিকরা গত দুই মাস ধরে বেতন পাচ্ছেন না। বকেয়া বেতনের দাবিতে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে মঙ্গলবার সারাদিন একাধিকবার আলোচনা করেও সমাধান না হওয়ায় বেলা সাড়ে তিনটায় সড়ক অবরোধের সিদ্ধান্ত নেন।

অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকে পড়ে উভয় পার্শ্বে প্রায় দুই কিলোমিটার যানজটের সৃষ্টি হলে হাজার হাজার যাত্রী চরম দুর্ভোগের শিকার হন।

সংবাদ পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিকদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় প্রশাসন ও কারখানা কর্তৃপক্ষকে সঙ্গে নিয়ে সমাধানের চেষ্টা চলছে।

বিকেল সাড়ে পাচটায় প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রমিকদের বিক্ষোভ চলমান থাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights