বুড়িয়ে যাচ্ছে জাপান, প্রতি ১০ জনে একজনের বয়স ৮০ বছর!

অনলাইন ডেস্ক

প্রথমবারের মতো জাপানে প্রতি ১০ জনে একজনের বয়স ৮০ বছরে পৌঁছেছে। এই পরিসংখ্যান বলছে, জাপানে ক্রমশই বাড়ছে বয়স্ক মানুষের সংখ্যা।

দেশটির জাতীয় তথ্য আরো বলছে, ১২৫ মিলিয়ন জাপানির মধ্যে ২৯.১ শতাংশের বয়স এখন ৬৫ বছর।

বিশ্বের মধ্যে জাপানে জন্মহার এখন সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। জাতিসংঘের হিসেব বলছে, বর্তমানে জাপানেই সবচেয়ে বয়স্ক মানুষদের বাস। জনসংখ্যার মধ্যে ৬৫ বছর বয়স্ক মানুষের সংখ্যা বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত দেওয়া হয়েছে।
ইতালিতে মোট জনসংখ্যার ২৪.৫ শতাংশের বয়স ৬৫ বছর। ফিনল্যান্ডে সেই হার ২৩.৬ শতাংশ।

২০৪০ সালের মধ্যে জাপানের জনসংখ্যার ৩৪.৮ শতাংশের বয়স হবে ৬৫ বছর। ফলে জন্মহার বাড়াতে নানা উদ্যোগ নিয়ে জাপান সরকার। তবে সেসব উদ্যোগ এখনো অতোটা ফলপ্রসূ হচ্ছে না।

সূত্র: বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights