বৃষ্টির জন্য দিনাজপুরে নামাজ আদায়

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর অঞ্চলে চলমান তীব্র তাপদাহে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। তীব্র তাপদাহ ব্যাহত করছে স্বাভাবিক কর্মকাণ্ড। এ অবস্থায় তাপমাত্রা বৃদ্ধি পেলেও এখনো দেখা মেলেনি বৃষ্টির। আবার অনাবৃষ্টির কারণে জনজীবনের সাথে ফসলেরও ক্ষতি হচ্ছে বলে জানান কৃষকরা।

এমন অবস্থার কারণে এই তাপদাহ থেকে মুক্তি এবং বৃষ্টির জন্য দিনাজপুরে বিশেষ নামাজ (সালাতুল ইস্তেসকার) আদায় করে মোনাজাত করা হয়েছে।

বুধবার সকাল ৯টায় দিনাজপুর শহরের রামনগর ফুটবল খেলার মাঠে রামনগর যুব সমাজের আয়োজনে বৃষ্টির জন্য এই নামাজ আদায় ও মোনাজাত করা হয়।
এসময় চলমান বৈশ্বিক সংকট থেকে মুক্তির জন্য দোয়া করা হয়। নামাজে ইমামতি ও দোয়া পরিচালনা করেন দিনাজপুর বিরল উপজেলার শঙ্করপুর জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মোয়াখির।

নামাজে অংশগ্রহণকারী কয়েকজন মুসল্লি বলেন, দিনে গরম, রাতেও গরম। ভালো করে ঘুম হচ্ছে না। শরীর খারাপ করে দিচ্ছে এই আবহাওয়া। তাই নামাজ আদায় করেছি এবং আল্লাহর কাছে হাত তুলে দাঁড়িয়ে মোনাজাত করেছি, যাতে রহমতের বৃষ্টি আমাদের দান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights