বৃহত্তর পার্বত্য চট্টগ্রামের এসএসসি ৭৮ ব্যাচের পুনর্মিলনী
খাগড়াছড়ি প্রতিনিধি
‘এসো বন্ধু এসএসসি ৭৮ ব্যাচ, ধরো হাত জয় করো ক্লেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম এসএসসি ৭৮ (১৯৭৮) ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার খাগড়াছড়ি পর্যটন মোটেল প্রাঙ্গণ থেকে পুনর্মিলনী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রাটি ফুলকলি স্মৃতিস্তম্ভের প্রাঙ্গনে এসে শেষ হয়। এ সময় পুনর্মিলনী উদযাপন কমিটির আহ্বায়ক ডা. আশুতোষ চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুনর্মিলনীর উদ্বোধন করেন উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
এ সময় উপস্থিত ছিলেন উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের প্রধান নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র চাকমা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কংজরী চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম বিভাগের উপ-মহাব্যস্থাপক দীনময় রোয়াজাসহ ১৯৭৮ সালের এসএসসি ব্যাচের বন্ধুরা।