‘ব্যাগি গ্রিন’ খুঁজে পেলেন ওয়ার্নার

অনলাইন ডেস্ক

অবশেষে হারিয়ে যাওয়া ব্যাগি গ্রিন টুপি খুঁজে পেলেন ডেভিড ওয়ার্নার। নিজের বিদায়ী টেস্ট খেলতে নামার আগে মেলবোর্ন থেকে সিডনি যাওয়ার পথে ব্যাকপ্যাক হারিয়ে ফেলেন তিনি। যেখানে আসলটিসহ ওয়ার্নারের দু’টি ব্যাগি গ্রিন। চারদিন পর সেই ব্যাগি গ্রিন দেখা যায় সিডনির টিম হোটেলেই। কিন্তু কীভাবে তা এখানে এলো তা এখনো রহস্যই বটে।

ব্যাগি গ্রিন হাতে পেয়ে আজ সকালে এক ভিডিওতে ওয়ার্নার বলেন, ‘আমি আপনাদের জানাতে পেরে খুশি ও স্বস্তি বোধ করছি যে আমার ব্যাগি গ্রিনগুলো ফিরে পেয়েছি। যেটি দারুণ সংবাদ। সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ। আমি অনেক কৃতজ্ঞ। কানটাস (এয়ারলাইনস), পরিবহন কোম্পানি, আমাদের হোটেল ও টিম ম্যানেজমেন্ট। সবাইকে ধন্যবাদ। যেকোনো ক্রিকেটারই জানে তাদের কাছে ক্যাপ কতটা বিশেষ কিছু। আমি এটি বাকি জীবনে মনে রাখব।’

ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী নিক হকলি বলেন, ‘ডেভিডের ক্যাপ খুঁজে পাওয়াটা অনেক বড় স্বস্তির। এই খোঁজে সংশ্লিষ্ট সবাইকে অনেক ধন্যবাদ। আমরা আসলেই এর প্রশংসা করছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights