ব্রিজটি এখন মরণ ফাঁদ

দিনাজপুর প্রতিনিধি

দলারদরগা-নবাবগঞ্জ ব্যস্ততম সড়কে দেওগাঁ নামক স্থানে মরণ ফাঁদে পরিণত হয়েছে একটি ব্রিজ। দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার শালখুরিয়া গ্রামে অবস্থিত এই ব্রিজ। নবাবগঞ্জ-দলারদরগা সড়কটি নবাবগঞ্জের দক্ষিণাঞ্চলের মানুষের উপজেলা সদরে যোগাযোগের একমাত্র পথ।

গত রবিবার একটি ভারী যানবাহন পারাপারের সময় ব্রিজটির একাংশ ভেঙে যায়। এতে ভোগান্তি হয় যানবাহন চলাচলে।

স্থানীয়রা জানান, নবাবগঞ্জ উপজেলার দক্ষিণ জনপদের মানুষের উপজেলা সদরে যাতায়াতের ওই সড়কে প্রতিদিন শত শত যানবাহন চলাচল করে থাকে। যানবাহনগুলোকে ব্রিজটি পার হতে হয় অত্যন্ত ঝুঁকি নিয়ে। রাতে চলাচলে থাকে আরও ঝুঁকি। ব্রিজটির বেশিরভাগ অংশ ভেঙে গেছে। যে অংশ একটু ভাল আছে, সেদিকে আবার রেলিং ভেঙে গেছে। ব্রিজের পাশে রয়েছে পানি ভর্তি খাল। যেকোনো সময় ঘটে যেতে পারে বড় ধরনের কোনো দুর্ঘটনা। ফাটল ধরেছে পুরো ব্রিজে। ভেঙে পড়লে ওই পথে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়বে এবং বাড়বে জনদুর্ভোগ।
ওই সড়কটির উপর দিয়ে বেপরোয়াভাবে ইট বালু, খোয়া ও ধানভর্তি ভারী যানবাহন চলাচলের কারণে শুধু ব্রিজটিই নয়, সড়কটিও ক্ষতিসাধন হয়েছে। সড়কটির কোথাও কোথাও গর্তের সৃষ্টি হয়েছে। দেবে গেছে অনেক জায়গায়। কোথাও সড়কের পাশ ভেঙে পুকুরে মিলেছে।

বিষয়টি নিয়ে কথা হয় নবাবগঞ্জ উপজেলা প্রকৌশলী সুমন কুমার দেবনাথের সাথে। তিনি বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন বলে জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights