ভারতে বিবিসির অফিসে হানা, যা বলল আমেরিকা

অনলাইন ডেস্ক

ভারতের দিল্লি ও মুম্বাইয়ে ‘ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন’বা বিবিসির অফিসে হানা দিয়েছে দেশটির আয়কর বিভাগ। মঙ্গলবার বেলা ১১টা থেকে পরদিন সকাল পর্যন্ত সেখানে অভিযান চালানো হয়।

জানা গেছে, ভারতের আয়কর কর্তৃপক্ষ বিবিসির ‘অননুমোদিত কর সুবিধা, কর ফাঁকি এবং অসহযোগিতার’ মতো অভিযোগের ভিত্তিতে তদন্ত করছে। বিবিসির দিল্লি অফিসে ৬০-৭০ জনের একটি দল ‘সার্ভে’ চালায়। বিবিসি কর্মীদের ফোন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। এ সময় কাউকে ঢুকতে বা বের হতে দেওয়া হয়নি।

এই বিষয়ে মন্তব্য করেছে মার্কিন প্রশাসন। আমেরিকার পররাষ্ট্র দফতরের মুখপাত্র নেড প্রাইস বলেছেন, “ভারতে বিবিসির দফতরে আয়কর হানার ব্যাপারে আমরা অবগত। তবে আমরা এখনই এ বিষয়ে কোনও মতামত দেওয়ার মতো অবস্থানে নেই। আমরা ভারত সরকারের সংস্থার কাছে এ বিষয়ে বিস্তারিত তথ্য চাইব।”
নেড প্রাইস আরও জানান, আমরা এই বিষয়ের উপর সর্বক্ষণ নজর রাখছি এবং সেই সঙ্গে বিশ্বের বিভিন্ন বিষয়েও নজর থাকবে।

যদিও নেড প্রাইস বলেছেন, আমরা সারাবিশ্বে গণমাধ্যমের স্বাধীনতার গুরুত্বকে সমর্থন করি। মানবাধিকার হিসেবে মতপ্রকাশের স্বাধীনতা, ধর্মীয় বিশ্বাসের স্বাধীনতার গুরুত্ব রয়েছে, যা বিশ্বজুড়ে গণতন্ত্রকে শক্তিশালী করবে। আমেরিকায় এটাই গণতন্ত্রকে শক্তিশালী করেছে, ভারতেও তার অন্যথা হয়নি। অন্যদিকে, শুধু আমেরিকা নয়, ব্রিটিশ সরকারও পুরো বিষয়টির উপর নজর রাখছে। সূত্র: দ্য হিন্দু, দ্য ইকোনমিক টাইমস, বিজনেস টুডে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights