ভালুকায় তোফাজ্জল হত্যা : হাসিনা-কাদেরসহ আসামি ৩৯৫

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ভালুকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তোফাজ্জল হোসেন হত্যার ঘটনায় ফ্যাসিস্ট শেখ হাসিনা, ওবায়দুল কাদের ও ভালুকার সাবেক তিন এমপিসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৪৫ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

পরিবারের পক্ষ থেকে মামলা না করায় শুক্রবার (২১ মার্চ) ঘটনাস্থল এলাকার শরিফ মিয়া নামে এক ব্যক্তি বাদী হয়ে ভালুকা মডেল থানায় মামলাটি দায়ের করেন।

নিহত তোফাজ্জল হোসেন নেত্রকোনার কেন্দুয়া উপজেলার পিজাহাতি গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রী ছিলেন এবং জৈনাবাজার এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

গত বছরের ৪ আগস্ট সন্ধ্যায় ভালুকা উপজেলার মাস্টারবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার একটি মিছিলে হামলা হয়। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগের কর্মীরা মিছিলে হামলা চালিয়ে রাজমিস্ত্রী তোফাজ্জল হোসেনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে।

মামলার এজাহারে বলা হয়, মিছিলটি পার্শ্ববর্তী জৈনাবাজার এলাকা থেকে মাস্টারবাড়ি এলাকায় পৌঁছালে সন্ধ্যা ৬টার দিকে হামলার শিকার হয়। এতে মিছিল ছত্রভঙ্গ হয়ে গেলে তোফাজ্জল হোসেনকে আটকে রেখে মারধর করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় শ্রীপুর সরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার প্রায় সাত মাস পর ভালুকা মডেল থানায় হত্যা মামলা দায়ের করা হয়। এতে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়েছে।

মামলার বিষয়ে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শামছুল হুদা খান বলেন, ‌‌‘তোফাজ্জল হত্যা মামলায় এজাহারভুক্ত আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights