ভালুকায় মৃতপ্রায় খীরু নদী খনন কাজের উদ্বোধন

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকার বুক চিরে বহমান মৃতপ্রায় খীরু নদী খনন কাজের উদ্বোধন হয়েছে। শনিবার দুপুরে উপজেলার রাজৈ ইউনিয়নের পারুলদিয়া বাজারে ওই খনন কাজের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু।

একসময় খিরু নদী ছিল ভালুকার আশীর্বাদ। সেই খিরুর বুকজুড়ে এখন শুধুই হাহাকার। পানির দিকে তাকানোর জো নেই। পানি এখন প্রচন্ড দুর্গন্ধযুক্ত, ধারণ করেছে কালচে বিবর্ণ রং। নদীটি হয়ে উঠেছে ভয়াবহ বিষাক্ত। খিরু নদী যেন এক স্মৃতিময় দীর্ঘশ্বাস। দূষণে-দখলে-বর্জ্যে হয়ে উঠেছে বিপর্যস্ত। খিরুর শাখা-প্রশাখার জায়গা সংকুচিত হয়ে যাওয়া দেখলে মনে হবে, যেন কোনো এঁদো ডোবা। এক সময়ের মিষ্টি পানির নদী খিরুর বর্তমান অবস্থা এমনই। অবৈধ দখল ও শিল্প-কারখানার বর্জ্য ফেলার কারণে তৈরি হয়েছে এ অবস্থা।

নাব্যতা রক্ষায় এবং পানিপ্রবাহ স্বাভাবিক রাখতে ৬৪ জেলার অভ্যন্তরস্থ ছোট নদী, খাল এবং জলাশয় (১ম পর্যায়) (২য় সংশোধনী) শীর্ষক প্রকল্পের আওতায় ময়মনসিংহের খীরু নদীর খনন কাজ শুরু হওয়ায় নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে ভালুকাবাসী।
খনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে উপজেলার রাজৈ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুজ্জামান খানের সভাপতিত্বে এসময় অন্যান্নদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আখলাক উল জামিল, স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বাদশা, ঠিকাদার মো. আরিফুল ইসলাম প্রমুখ।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, ওই প্রকল্পের আওতায় উপজেলার পারুলদিয়া এলাকার শিমুলতলী গোদারাঘাট থেকে মল্লিকবাড়ি ঘুনিরঘাট ব্রিজ পর্যন্ত মোট ২৪.৩ কি.মি খননকাজ সম্পন্ন হবে। ভালুকা অংশে খিরু নদীর ২০ মিটার গভীরতায় মোট ২৪.৩ কি.মি. এলাকা খননকাজের দায়িত্বে রয়েছে ইসলাম ট্রেডিং- ন্যাচারাল (জেভি)। চলতি বছরের জুনের ৩০ তারিখের মধ্যে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights