ময়মনসিংহে ছাত্রদলের আনন্দ মিছিল

ময়মনসিংহ প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী সংসদের নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে ময়মনসিংহে আনন্দ মিছিল করেছে সংগঠনের নেতাকর্মীরা। শনিবার দুপুরে নগরীর বাউন্ডারি রোড এলাকায় ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের ব্যানারে এই আনন্দ মিছিল বের হয়।

আনন্দ মিছিলের নেতৃত্ব দেন ঐতিহ্যবাহী আনন্দ মোহন কলেজ ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিব হোসেন। মিছিলে আরও উপস্থিত ছিলেন ছাত্রনেতা আখতারুজ্জামান, আব্দুল্লাহ আল মাসুদ, তানভীর আহমেদ ইমন, শুভ, রিয়াদ ও রায়হান প্রমুখ।

একই ইস্যুতে আনন্দ মিছিল করে ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। সংগঠনের আহ্বায়ক ইমরান হোসেন প্রধান এবং সদস্য সচিব আল আমিনের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা এই মিছিল করে।
এর আগে, রাকিবুল ইসলাম রাকিবকে সভাপতি এবং নাসির উদ্দীন নাসিরকে সাধারণ সম্পাদক করে শুক্রবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৭ সদস্য বিশিষ্ট ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights