মশক নিধনে ডিএনসিসির ৫৪ ওয়ার্ডে অভিযান শুরু

অনলাইন ডেস্ক

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) আওতাধীন ৫৪টি ওয়ার্ডে একযোগে শুরু হয়েছে মশা নিধন অভিযান। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) মেরুল বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে মশক নিধন অভিযান এবং র‍্যালি করে জনসচেতনতা কার্যক্রম শুরু করে সংস্থাটি।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়, একযোগে ডিএনসিসির প্রতিটি অঞ্চলে আজ ১৯ সেপ্টেম্বর থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত সপ্তাহব্যাপী বিশেষ মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হবে।

ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মীর খায়রুল আলম বলেন, আজ থেকে আমাদের ৫৪টি ওয়ার্ডেই এই কার্যক্রম শুরু হয়েছে। পাশাপাশি সাধারণ মানুষদের মধ্যে আমরা ডেঙ্গু নিয়ন্ত্রণের সচেতনতা সৃষ্টি করতে কাজ করব। এজন্য মসজিদের ঈমামসহ ধর্মীয় উপাসনালয় থেকেও মানুষকে ডেঙ্গু সচেতনতার বার্তা পৌঁছে দেওয়া হবে।
তিনি আরও বলেন, সচেতনতা সৃষ্টির পাশাপাশি আমরা আমাদের আরও যেসব কার্যক্রম আছে সেগুলো পরিচালনা করব। ঠিকমতো মশার ওষুধ ছেটানো হচ্ছে কী না, সার্বিক কার্যক্রম কীভাবে চলছে তা তদাকরি করতে আমরা মনিটরিং টিম গঠন করে দিয়েছি। সেই টিম সার্বিক বিষয় মনিটরিং করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights