মাত্র ৪৮ ঘণ্টায় কয়েক ডজন ইসরায়েলি ওয়েবসাইট হ্যাক করল ফিলিস্তিনপন্থীরা

অনলাইন ডেস্ক

ইসরায়েলের কয়েকটি বিখ্যাত কোম্পানি ও ইনস্টিটিউনেশর কয়েক ডজন ওয়েবসাইটে হামলা চালিয়েছে ফিলিস্তিনপন্থী হ্যাকাররা।

আন্তর্জাতিক কুদস দিবস উপলক্ষে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে এই হামলা চালানো হয়। এছাড়া, নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের সামরিক বাহিনী যে বর্বর ও ঘৃণ্য হত্যা ও অত্যাচার চালাচ্ছে তার নিন্দা জানানো হয়।

হিব্রু ভাষার পত্রিকা ‘ইসরায়েল হাইয়ুম’ জানিয়েছে, ইসরায়েলের অন্তত সাতটি ওয়েবসাইট গত দুই দিনে হ্যাকিংয়ের কবলে পড়েছে যাতে মারাত্মক সাইবার হামলা চালানো হয়। এর ফলে এ সমস্ত ওয়েবসাইটের কাজকর্মে বড় রকমের বাধা সৃষ্টি হয়েছে।
খবর বলা হয়েছে, ইসরায়েলি ব্যাংক থেকে শুরু করে বেসরকারি কলেজ পর্যন্ত সাইবার হামলার কবলে পড়ে।

সাইবার হামলা মোকাবেলার জন্য ইসরায়েল এর আগের বছরগুলোতে যে সমস্ত প্রযুক্তি নিযুক্ত করেছে তার চেয়ে অনেক উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এবারের হামলায়। সূত্র: ফার্সনিউজ, প্রেসটিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights