মাদকমুক্ত সমাজ গড়তে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ

অনলাইন ডেস্ক

জয়পুরহাটের ক্ষেতলালে মাদক ও সন্ত্রাস থেকে যুব সমাজকে রক্ষা করার লক্ষে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেল ৪টার দিকে উপজেলার পাঠানপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে এই প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হয়।

প্রীতি ম্যাচে অংশগ্রহণ করে বসুন্ধরা শুভসংঘ ক্ষেতলাল উপজেলা শাখার ফুটবল টিম বনাম খড়িকাটা ফুটবল একাদশ ক্ষেতলাল। উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারও দর্শক খেলাটি উপভোগ করে। নির্ধারিত ৯০ মিনিটের খেলায় বসুন্ধরা শুভসংঘ ফুটবল টিম খড়িকাটা একাদশকে দুই গোলে পরাজিত করে। বসুন্ধরা শুভসংঘের আম্মার ও মুন্না একটি করে গোল করেন।
খেলা উদ্বোধন করেন শুভসংঘ ক্রিড়া বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান। এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ ক্ষেতলাল জয়পুরহাট শাখার সভাপতি এম রাসেল আহমেদ।

এ সময় তিনি বলেন, আমরা মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষে যুব সমাজকে খেলাধুলার প্রতি মনোযোগী করতে এই ফুটবল খেলার আয়োজন করেছি। শুভসংঘ বসুন্ধরা গ্রুপের একটি সেচ্ছাসেবী সংগঠন। সংগঠনটি এ জেলায় প্রতিনিয়ত সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

এ সময় খেলা দেখতে আসা তাইফুল ইসলাম নামে একজন বলেন, শুভসংঘর আয়োজনে এমন একটি খেলা উপভোগ করতে পেরে আমি ধন্য। এ ধরনের আয়োজনের জন্য ধন্যবাদ জানাই শুভসংঘকে।

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন করতে খেলা দেখতে আসা সকল যুবকদের আহ্বান জানানো হয়।

খেলা শেষে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন সাংবাদিক এম রাসেল আহমেদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights