মানসিক স্বাস্থ্যের বিষয়ে আরও বেশি গুরুত্ব দিতে হবে : পরিকল্পনামন্ত্রী

অনলাইন ডেস্ক

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান মানসিক স্বাস্থ্য ও অনলাইন সেফটি আত্মহত্যা বিষয়ে বিভিন্ন সেক্টরের পদক্ষেপ আরও বেশি বেগবান করার আহ্বান জানিয়েছেন।

তিনি লেন, আত্মহত্যা অত্যন্ত দুঃখজনক।“আছে দুঃখ আছে মৃত্যু” সব কিছুর সমন্বয়েই জীবন। পৃথিবীতে আনন্দ আছে, বেদনা আছে প্রকৃতির এসব নিয়মের সাথে মানিয়ে চলতে হবে। সবকিছু ছাপিয়ে জীবনকে একটু উপভোগ্য করে তুলতে হবে।

রবিবার মানসিক স্বাস্থ্য সার্বজনীন মানবাধিকার-শীর্ষক প্রতিপাদ্য নিয়ে মানসিক স্বাস্থ্য দিবসে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, বর্তমান সরকারের আমলে পুনর্জাগরণ চলছে। আমাদের মনোজগতের পরিবর্তন আনতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক বিশিষ্ট মনোশিক্ষাবিদ ও কথা সাহিত্যিক অধ্যাপক ডা. মোহিত কামাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights