মুন্সীগঞ্জে হত্যার বিচারের দাবিতে সড়ক অবরোধ ও মানববন্ধন
মুন্সিগঞ্জ প্রতিনিধি
মাদক ব্যবসায়ীদের হাতে আতাউর রহমান কালাই হত্যার প্রতিবাদে ও বিচারের দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুর ১২টা থেকে শহরের প্রেস ক্লাবের সামনের সড়কের সর্বস্তরের মানুষের আয়োজনে দুপুর একটা পর্যন্ত চলে এসব কর্মসূচি।
এসময় শহরের প্রধান সড়ক অবরোধ হওয়ায় যানজট সৃষ্টি হয়। পরে পুলিশের আশ্বাসে অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নেয় বিক্ষোভকারীরা। ঘণ্টাব্যাপী চলা এসব কর্মসূচি থেকে আতাউর রহমান কালাইকে হত্যার সাথে জড়িত সকল আসামিদের দ্রুত গ্রেফতারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
উল্লেখ্য, শনিবার দুপুরে শহরের নয়াগাও পূর্ব পাড়ায় পূর্ব শত্রুতার জের ধরে মাদক ব্যবসায়ীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে বৃদ্ধ আতাউর রহমান কালাইকে।