মেক্সিকো সীমান্তে অপহৃত দুই মার্কিনির মৃত্যু, গ্রেফতার ১

অনলাইন ডেস্ক

মেক্সিকোয় গত সপ্তাহে অস্ত্রের মুখে অপহরণের শিকার যুক্তরাষ্ট্রের চার নাগরিকের মধ্যে দু’জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বাকি দু’জন জীবিত এবং নিরাপদে আছেন বলে জানিয়েছেন মেক্সিকোর একটি রাজ্যের গভর্নর। এ ঘটনায় ২৪ বছর বয়সী একজনকে গ্রেফতার করা হয়েছে।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, দুই অপহৃতের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন হোয়াইট হাউজ নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি। অপর দু’জনকে নিরাপদে মার্কিন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করার কথা জানিয়েছে মেক্সিকো।

প্রসঙ্গত, গত ৩ মার্চ মেক্সিকো সীমান্ত পাড়ি দেওয়ার সময় চার মার্কিন নাগরিককে অপহরণের শিকার হন। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) জানায়, উত্তর-পূর্ব মেক্সিকোর সীমান্ত এলাকা থেকে তাদের অপহরণ করা হয়।

মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকার প্রতিবেদনে বলা হয়, একটি গাড়িতে করে তামাউলিপাস রাজ্যের মাতামরোস সীমান্ত অতিক্রম করছিলেন ওই চার মার্কিন নাগরিক। এ সময় অস্ত্রের মুখে তাদের অন্য একটি গাড়িতে তুলে ঘটনাস্থল থেকে নিয়ে যায় অস্ত্রধারীরা।

প্রসঙ্গত, অনিয়িন্ত্রত অপরাধী কার্যকলাপের কারণে নাগরিকদের মেক্সিকোর কয়েকটি রাজ্যে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়। তামাউলিপাস সেগুলোর একটি। এ রাজ্যটি অপহরণ এবং অন্যান্য সন্ত্রাসী কার্যকলাপের জন্য বিশেষভাবে আলোচিত। সূত্র: বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights